রাষ্ট্র মেরামতে সবাইকে নিয়ে জাতীয় সরকার করতে চাই: আমীর খসরু

রাষ্ট্র মেরামতে সবাইকে নিয়ে জাতীয় সরকার করতে চাই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে গভীর সংকট থেকে বের করে আনতে হলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। তাই দরকার জাতীয় সরকার। যা বিএনপির একার পক্ষে সম্ভব নয়। রাজনীতিতে এখন আস্থা সংকট তাই রাষ্ট্র মেরামত সবাইকে নিয়ে করতে চাই।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আমীর খসরু বলেন, রাজনীতিতে স্বচ্ছতা দরকার। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট বা দুর্নীতিতে জড়াবে না এবং রাষ্ট্র পরিচালনায় যে পরিবর্তন করবে তা জাতীয় সরকারের ঘোষণা জাতির কাছে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, সামনে বিদেশীদের মন্তব্য সরকারের আরও মাথা ব্যথা বাড়াবে। সব সরকারের বিরুদ্ধে যাচ্ছে কারণ তা সরকারের কর্মকান্ডের ফল।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী সমালোচনা করে আমীর খসরু বলেন, পররাষ্ট্রমন্ত্রী একবার ভারতে গিয়ে বলে তাদের ক্ষমতায় রাখতে, আবার আমেরিকায় গিয়ে বলে বিএনপিকে নির্বাচনে আনতে।