আজও নয়াপল্টন বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ

আজও নয়াপল্টন বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ

গতকালের সংঘর্ষের পর আজও রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বন্ধ রয়েছে নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়কের যান চলাচল। সড়কের দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি। পুরো নয়াপল্টন সড়কে বিপুল সংখ্যক পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন রয়েছে। মজুত রয়েছে সাঁজোয়া যানও। সড়কের বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড ও তল্লাশি চৌকি। আজ সকালে নয়াপল্টন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, আদালতের হাজিরা শেষে নয়াপল্টন কার্যালয়ে যেতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা।

সরেজমিনে দেখা যায়, বিজয়নগর মোড় থেকে নয়াপল্টনে যাওয়ার রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে সেই রাস্তায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমের গাড়িগুলোকেও সেই রাস্তায় প্রবেশে বাধা দিতে দেখা গেছে। নয়াপল্টনের আশপাশের গলির মুখেও পুলিশ অবস্থান নিয়েছে।

অনেক জিজ্ঞাসাবাদের পর বিশেষ প্রয়োজন ছাড়া পুলিশ এই সড়কে কাউকে ঢুকতে দেয়নি।

উল্লেখ্য, গতকাল বিকাল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটের আঘাতে বিএনপির একজন নেতা নিহত এবং কয়েকশ নেতাকর্মী আহত হন। পরে নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর উত্তরের সভাপতি আমানউল্লাহ আমান, দক্ষিণের সভাপতি আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েলসহ দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।