‘গাজীপুর সিটি নির্বাচন স্থগিতে অ্যাটর্নি জেনারেলের চক্রান্ত’

‘গাজীপুর সিটি নির্বাচন স্থগিতে অ্যাটর্নি জেনারেলের চক্রান্ত’

গাজীপুর, ৬ মে (জাস্ট নিউজ) : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করে বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশের বিষয় অ্যাটর্নি জেনারেলের চক্রান্ত। এর পেছনে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃত্বের ষড়যন্ত্র রয়েছে।

হাইকোর্টের আদেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হওয়ার পর রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় আলাল সাংবাদিকদের একথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, অ্যাটর্নি জেনারেল নৌকার নমিনেশন পাওয়ার জন্য শেখ হাসিনার দরবারে প্রতি শুক্রবার একবার গিয়ে ফুল দিয়ে পূজা করে আসেন।

আলাল বলেন, নির্বাচনে সরকার পরীক্ষা দিতে ভয় পায়। আওয়ামী লীগ তাদের গোয়েন্দা রিপোর্ট, হারুন রিপোর্টে হয়তো সরকারকে বলেছে আমরা যতই সিল মারি, যতই ব্যালট কেটে দেই, দুই তিন লাখ ভোটের ব্যবধান পূরণ করা সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের বিজয়ের পতাকা আমাদের হাতেই রয়েছে। এ পতাকে আবার নতুন করে উড্ডয়ন করা হবে। আইনি লড়াইয়ের মাধ্যমে, জনগণের ধিক্কারের মাধ্যমে আমরা যেন আজকে থেকেই তাৎক্ষণিক প্রতিবাদ করে বলি এটা সরকারের ষড়যন্ত্র, মানুষের রায় ছিনিয়ে নেয়া যাবে না।

বিএনপি নেতা বলেন, ষড়যন্ত্র করে এ নির্বাচন এখানে বেশি দিন স্থগিত করে রাখা যাবে না। আইনি লড়াইয়ে আমরা বিজয়ী হব। পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব।

(জাস্ট নিউজ/এমআই/২১০৮ঘ.)