বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলি, গুলিবিদ্ধ সহ আহত অর্ধশতাধিক

বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলি, গুলিবিদ্ধ সহ আহত অর্ধশতাধিক

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ গুলিবিদ্ধ ও আহত অসংখ্য নেতাকর্মী।

শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমআর নামাজ শেষে উপজেলার সদর, মার্কাস মোড়সহ উপজেলার কয়েকটি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও বিএনপি সূত্রে জানা যায়, শুক্রবার জুমআর নামাজ আদায় শেষে উপজেলার মার্কাস মোড়ে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে উপজেলার দিকে যেতে চাইলে প্রথমে পুলিশ বাধা দেয়। পরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ও সংঘর্ষের সৃষ্টি হয়।

এছাড়াও উপজেলা সদরে বিএনপির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার বের করতে চাইলে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় উপজেলা ছাত্রদলের সভাপতিসহ বেশ কয়েকজন আহত হয়।

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পুলিশ।