খালেদা জিয়া রাষ্ট্রীয় প্রতিহিংসার শিকার: কায়সার কামাল

খালেদা জিয়া রাষ্ট্রীয় প্রতিহিংসার শিকার: কায়সার কামাল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় সন্ত্রাস ও প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করেছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

কায়সার কামাল বলেন, ১৯৯০ সালে জাতিসংঘে একটি রেজুলেশন পাস করা হয়েছে। সেখানে বলা আছে, বন্দিদের কিভাবে চিকিৎসা দিতে হয়। সেই বিধি মেনে রাশিয়ার একজন রাজনৈতিক নেতাকে জার্মানিতে পাঠানো হয়েছিল। কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার মিথ্যাচার করছে।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নম্বর আসামি, আইনমন্ত্রী আনিসুল হককে দুই নম্বর আসামি ও এটর্নি জেনারেল এম আমিনউদ্দিনকে তিন নম্বর আসামি করে মামলা দায়ের করা হবে।