বগুড়ায় বিএনপি-জামায়াতের অবরোধে পুলিশের গুলি

বগুড়ায় বিএনপি-জামায়াতের অবরোধে পুলিশের গুলি

বগুড়ায় টানা ৭২ ঘন্টা অবরোধের তৃতীয় দিনে বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে অবরোধকারী নেতাকর্মীদের উপর গুলি চালিয়েছে পুলিশ। সকালে শহরের তিনমাথা রেলগেট এলাকায় জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের উপর গুলি চালায়। এসময় অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ফের একত্রিত হয়ে অবরোধ করছে তারা। গেলো দুই দিনের মত আজও বগুড়ার মহাসড়কের উপর দিয়ে কোন ধরণের যানবাহন চলাচল করছে না। তবে রেলপথ স্বাভাবিক রয়েছে।

এদিকে বগুড়ায় মহাসড়কের ৪টি পয়েন্টে অবস্থান নিয়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার সকাল ৭টায় ২য় বাইপাস সড়কের সাবগ্রাম-কুরশা এলাকায় বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে কয়েক’শ জামায়াত-শিবির কর্মী অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশের টহল গাড়ী সেখানে পৌঁছলে উত্তেজনা দেখা দেয়। জামায়াত-শিবির নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকলে কিছুক্ষণ পর পুলিশ এলাকা ত্যাগ করে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, টানা তিন দিন সর্বাত্মক অবরোধ পালনের মাধ্যমে দেশের মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।

সুতরাং জনগণের কল্যাণের কথা বিবেচনা করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হবে।