বিএনপির সঙ্গে ইইউর ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক

বিএনপির সঙ্গে ইইউর ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক

বিএনপির সঙ্গে বৈঠক করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের জন্য ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের ইলেকশন এক্সপার্ট টিম। বুধবার বিকাল ৫ টায় ভার্চুয়ালি শুরু হয়ে সন্ধ্যা ৬ টা ২০ মিনিট শেষ হয়।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এছাড়া নজরুল ইসলাম খানসহ বৈঠকে উপস্থিত ছিলেন, চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান আসাদ। 

সূত্র জানায়, বৈঠকে  বিএনপির পক্ষ থেকে ভোট কেন্দ্রের নানা চিত্র, নির্বাচনের পরে সরকার পক্ষের স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ ও ভোটের নানা অনিয়মের চিত্র প্রমান সহ তুলে ধরা হয়। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন,  নির্বাচনে যা ঘটেছে সেই সত্যিটাই আমরা তুলে ধরেছি। কোন পেক্ষাপটে দেশের জনগণ ভোট কেন্দ্রে যায়নি, সেটার রিয়েল চিত্র নির্বাচন পযবেক্ষক টিমের জানা প্রয়োজন। বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধি দলের সদস্য ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট),  সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট) উপস্থিত ছিলেন। এর আগে গত ২৯ নভেম্বর ঢাকায় পৌঁছায় ইইউর চার সদস্যের নির্বাচনী এক্সপার্ট টিমটি।