জাতীয় ঐক্য সফল হলে সরকার ৩ দিনের বেশি টিকে থাকতে পারবে না : মির্জা আলমগীর

জাতীয় ঐক্য সফল হলে সরকার ৩ দিনের বেশি টিকে থাকতে পারবে না : মির্জা আলমগীর

ঢাকা, ২৮ জুন (জাস্ট নিউজ) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে জাতিসংঘের মহাসচিব এসেছেন রোহিঙ্গা শরণার্থীদের দেখতে, শুধু রোহিঙ্গারাই নয় গোটাদেশের মানুষই আজ শরণার্থী হয়ে গেছে। জাতিসংঘের মহাসচিবসহ সকলের আসা উচিত বাংলাদেশটাকে দেখতে। কি কারণে আজকে বাংলাদেশের মানুষ শরণার্থী হয়েছে। তিনি বলেন, একটাই মাত্র কারণ আওয়ামী লীগ আজকে গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে তিনি একথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু মুক্তি পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

এসময় মির্জা আলমগীর বলেন, জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা ইতোমধ্যে জাতীয় ঐক্যের লক্ষ্যে কাজ শুরু করেছি, যদি আমরা জাতিয় ঐক্য সফল হই তবে আওয়ামী লীগ সরকার তিনদিনের বেশি টিকে থাকতে পারবে না।

তিনি বলেন, আইনের মাধ্যমে বেগম খলেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। একমাত্র আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি করতে হবে। রাজনৈতিক ভাবে তাকে বন্দি করা হয়েছে, আর রাজনৈতিক ভাবে তাকে মুক্ত করতে হবে। তাই কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের ৫শ' অধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। ১৮ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আজকে বিরোধী দলের নেতাকর্মীরা কেউ বাসায় থাকতে পারছে না। আজকে বেশির ভাগ নেতাকর্মী এখানে, ওখানে থেকে শরণার্থী হয়ে গেছে।

মির্জা আলমগীর বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে এটা শুধু বিএনপির নয়, এই মহাসংকট হচ্ছে পুরো জাতির। কারণ এই জাতির যাকিছু অর্জন আমাদের স্বাধীনতা, গণতন্ত্র হরণ করা হয়েছে। তিনি বলেন, আজকে দেশ স্বৈরাচারী একটি রাষ্ট্রে পরিণত হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আলমগীর বলেন, আপনাদের রাজপথে নেমে আসতে হবে এবং জমায়েত বাড়াতে হবে। হাজার হাজার, লাখে নেমে আসতে হবে তা না হলে সফল হবেন না। সেজন্য জনগণের কাছে যেতে হবে। সুসংগঠিত করতে হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ-সাংগঠনি সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

(জাস্ট নিউজ/এমআই/১৪৫০ঘ.)