শাজাহান খানের দুঃখ প্রকাশ

শাজাহান খানের দুঃখ প্রকাশ

ঢাকা, ৩১ জুলাই (জাস্ট নিউজ) : বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শিক্ষার্থীদের নিয়ে হাস্যোজ্জ্বলভাবে নিজের দেওয়া বক্তব্য নিয়ে অবশেষে দুঃখপ্রকাশ করলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে আমি দুঃখিত ও লজ্জিত। এতে যারা আহত হয়েছেন তাদের বিষয়টি ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার বিসিআইসি ভবন মিলনায়তনে শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক সভায় তিনি দুঃখপ্রকাশ করে মন্ত্রী বলেন, সেদিন সচিবালয়ে আমরা সবাই খুব উৎফুল্ল ছিলাম। ৬৮ বছর পর মোংলা বন্দরের জন্য একটি ক্রেন কিনেছি। ওখানে তখন চুক্তি সই হচ্ছিল।

সে কারণে বক্তৃতার সময় আমি খুব হাস্যোজ্জ্বলভাবে কথা বলছিলাম। স্বাভাবিকভাবেই প্রশ্ন করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। তখন এক সাংবাদিক দুর্ঘটনার বিষয়ে জানতে চান। বিষয়টি আমার জানা ছিল না। তারপরেও নানাভাবে কথা বলানোর চেষ্টা করেন সাংবাদিকরা। তখন আমি কিছুটা হাসিখুশিভাবে কথা বলেছি। এ ঘটনায় আমি দুঃখিত ও লজ্জিত। এতে যারা আহত হয়েছেন তাদের বিষয়টি ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

শাজাহান খান আরো বলেন, কেউ যদি বলেন দুর্ঘটনার ক্ষেত্রে আমি শুধু ড্রাইভারদের পক্ষ নেই, এটি ঠিক নয়। যে ভুল করবে, অন্যায় করবে তার সাজা তাকে পেতে হবে। এটি আগেও বলেছি। এখনও বলছি।

(জাস্ট নিউজ/একে/২০০৬ঘ.)