খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

জাতিসংঘ সংবাদদাতা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক জাতিসংঘ সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারীকে দেয়া এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রধান বিরোধী নেত্রীর মুক্তির বিষয়ে বলেন “ মানবিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সরকারি সিদ্ধান্তকে জাতিসংঘ স্বাগত জানাচ্ছে।”

বুধবার স্থানীয় সময় বেলা আড়াইটায় বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে টেলিফোনে জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া জানতে চাইলে ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, “মানবিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসনের মুক্তিকে জাতিসংঘ স্বাগত জানাচ্ছে।”

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়ার কারান্তরীনের পর থেকে ন্যায়বিচারের আহবান জানিয়ে আসছিলো এই বিশ্বসংস্থা।