হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প

হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প

মুশফিকুল ফজল আনসারী

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮ টা ১৭ মিনিট এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ১৭ মিনিট। হোয়াইট হাউসের সাউথলনে দাড়িয়ে থাকা মেরিন ওয়ানে ( প্রেসিডেন্টের ব্যবহৃত হেলিকপ্টার) চেপে বসলেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। হোয়াইট হাউস আঁকড়ে থাকার বাসনা পরিত্যাগ করে পাবাড়ালেন নিজ গন্তব্য ফ্লোরিডার মারো লাগো রিসোর্টের উদ্দেশে।

বিদায়বেলা পাশে পেলেননা তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে। মেরিন ওয়ান তাকে পৌছে দিবে বিমান ঘাঁটি জয়েন্ট বেস এন্ড্রুসে। সেখান থেকে শেষবারের মতো প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত এয়ার ফোর্স ওয়ানে করে যাবেন ফ্লোরিডা।

থাকলেননা নবনির্বাচিত প্রেসিড্ন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে। ১৫২ বছরের মধ্যে ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট যিনি নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান বর্জন করলেন। শেষ কর্মদিবসের ভোররাত পর্যন্ত বিভিন্ন নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মধ্যে রয়েছে স্টিভ ব্যাননসহ ৭৩ জন আসামীকে সাধারণ ক্ষমা ঘোষণা।

বিমানে চড়ার আগে তিনি সমর্থকদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখেন।