ইসরায়েলি নজরদারি প্রযুক্তি নিয়ে জেনারেল আজিজের দাবি খতিয়ে দেখবে জাতিসংঘ

ইসরায়েলি নজরদারি প্রযুক্তি নিয়ে জেনারেল আজিজের দাবি খতিয়ে দেখবে জাতিসংঘ

জাতিসংঘ সংবাদদাতা

বাংলাদেশে ইসরায়েলি নজরদারি প্রযুক্তি জাতিসংঘের চাহিদা অনুসারে কেনা হয়েছে মর্মে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের মন্তব্য খোঁজ নিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক।

বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডোজারিক এ কথা জানান।

ব্রিফ্রিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান-, "আমার প্রশ্নটি বাংলাদেশ প্রসঙ্গে। সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট বলছে যে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে। তিনি সম্প্রতি জার্মানভিত্তিক ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন জাতিসংঘের প্রস্তাবনা অনুসারেই ইসরায়েলের নজরদারি প্রযুক্তি কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা যতদূর জানি এধরনের নজরদারি প্রযুক্তির বিরুদ্ধে জাতিসংঘ অবস্থান অত্যন্ত দৃঢ়। এ বিষয়ে আপনার মন্তব্য কী?"

জবাবে ডোজারিক বলেন, "এটা নিয়ে মন্তব্য করার আগে আমি ইন্টারভিউটি দেখবো। তারপর প্রতিক্রিয়া।"

এনজেড/