শ্রীলঙ্কার সংকট সমাধানে সবপক্ষকে আলোচনার আহবান জাতিসংঘ মহাসচিবের

শ্রীলঙ্কার সংকট সমাধানে সবপক্ষকে আলোচনার আহবান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ সংবাদদাতা

শ্রীলঙ্কায় চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একিসঙ্গে সবপক্ষকে আলোচনায় বসে সঙ্কট উত্তরণের আহবান জানিয়েছে তিনি।

বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফ্রিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক শ্রীলঙ্কার চলমান সংকট নিয়ে করা এক প্রশ্নের জবাবে এভাবেই জাতিসংঘের অবস্থানের কথা তুলে ধরেন।

শ্রীলঙ্কার চলমান সংকট প্রসঙ্গে ব্রিফ্রিংয়ে জাতিসংঘ সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, "প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের পদত্যাগের পর এবার তার ভাই প্রেসিডেন্টেরও পদত্যাগ দাবি করেছে দেশটির জনগণ। শাসকগোষ্ঠী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। রাজধানীতে কলম্বোতে এখনো সহিংসতা চলছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? তীব্র খাদ্য আর ঔষুধ সংকটে দেশটির জনগণ কষ্ট পাচ্ছে। স্বাধীনতা পরবর্তী অর্থনৈতিকভাবে চরম দৈন্যদশা পোহাচ্ছে দেশটি।"

জবাবে মুখপাত্র ফারহান হক বলেন, "শ্রীলঙ্কার সহিংস পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। তিনি সহিংসতার নিন্দা জানিয়েছেন এবং সবপক্ষকে সংযত থাকতে আহবান জানিয়েছেন।"

এনকে/