মেয়র আরিফকে প্রাণনাশের হুমকি

মেয়র আরিফকে প্রাণনাশের হুমকি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। দু’টি মোবাইল ফোন নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমন অভিযোগে নগরীর কোতোয়ালী থানায় শনিবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মেয়রের পক্ষে জিডি করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।

জিডিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ১০টা ৫ মিনিট থেকে পর পর দু'টি নাম্বার (০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১) থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এর ফলে ভবিষ্যতে তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘শনিবার সকালে সিটি করপোরেশনের স্কুলের জন্য শহরতলির লাক্কাতুরায় জায়গা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে ওই দু'টি নাম্বার থেকে কল করে গালিগালাজ করা হয়। তারা প্রাণনাশের হুমকিও দেয়। নিজেদের পরিচয় দেয়নি তারা। আমি তাদেরকে বলি, আমাকে মারতে হলে সামনে আয়। শহরে ফেরার পরও তারা বারবার কল করছিল। বাধ্য হয়ে থানায় জিডি করেছি।’

নগরীর কোতোয়ালী থানার ওসি মো. সেলিম বলেন, ‘মেয়র মহোদয়কে যে দু'টি নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, সে নম্বরগুলোর বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

এমআই