সিলেটে ট্রাকভর্তি সরকারি চাল লুট করলো জনতা

সিলেটে ট্রাকভর্তি সরকারি চাল লুট করলো জনতা

‘পাচারের অভিযোগ তুলে’ সিলেটের জকিগঞ্জে স্থানীয়রা ট্রাকভর্তি সরকারি চাল আটকে ডিলারসহ ছয় জনকে ধরে পুলিশে দিয়েছে। পরে তারা ওই চাল লুট করে নিয়ে গেছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ।

এ সময় স্থানীয়রা ট্রাকের চালগুলো লুট করে নিয়ে গেছে; পরে কিছু চাল পুলিশ উদ্ধার করেছে।

ইউএনও জানান, জকিগঞ্জ উপজেলার মানিকপুর, কসকনকপুর ও বারঠাকুরী ইউনিয়নের ভিজিএফ-এর ডিলার খলিলুর রহমান, আব্দুল মুকিত ও আজিজুর রহমান সরকারি ১৬ মেট্রিক টন (৫৭০ বস্তা) চাল ট্রাকে করে সিলেট থেকে কালিগঞ্জ বাজারে নিয়ে আসেন।

‘স্থানীয়দের অভিযোগ চালগুলো ডিলাররা অবৈধভাবে বিক্রির জন্য তাদের দোকানে আনলোড করছিলেন। এ সময় পুলিশ সেখানে গিয়ে অভিযোগের সত্যতাও পায়।’

ইউএনও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ডিলার খলিলুর রহমান ও আব্দুল মুকিতসহ ছয় জনকে আটক করেছে।

‘এ সময় স্থানীয় লোকজন ট্রাকে থাকা চাল লুণ্ঠন করে নিয়ে যায়। পরে পুলিশ লুটকৃত চালের মধ্যে ৫০ বস্তা উদ্ধার করেছে।’