আখাউড়ায় ইঞ্জিন লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল বন্ধ

আখাউড়ায় ইঞ্জিন লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া, ২১ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : মালবাহী ট্রেনের ইঞ্জিন ও কন্টেইনার লাইনচ্যুত হওয়ার পর ঢাকা এবং সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এই দুর্ঘটনা ঘটে এবং এরপর আখাউড়া স্টেশনের দুই পাশে বিভিন্ন ট্রেন আটকা পড়ে।

দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। আর তাৎক্ষণিক এর কারণও জানা যায়নি। তবে পড়ে যাওয়া কন্টেইনার উদ্ধারে চেষ্টা শুরু করেছে রেলওয়ে।

আখাউড়া প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে থেকে ছেড়ে আসা ঢাকাগামী কন্টেইনার ট্রেনটি ইমামবাড়ি রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। হঠাৎ বিকট শব্দে ট্রেনের ইঞ্জিনসহ পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় ইমামবাড়ি স্টেশনে অপেক্ষমান যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।

আখাউড়া রেলওয়ে জংশনের (লোকোসেড) উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আখাউড়া ও লাকসাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আর এক-দুই ঘণ্টা সময় লাগতে পারে।

এই দুর্ঘটনার কারণে দুই পাশে কোন ট্রেনগুলো আটকা পড়েছে, সেই তথ্য অবশ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কর্মকর্তারা।

(জাস্ট নিউজ/একে/১৯০০ঘ.)