শ্রীলেখার মৃত্যুর গুজবে হইচই

শ্রীলেখার মৃত্যুর গুজবে হইচই

ঢাকা, ২৯ মে (জাস্ট নিউজ) : সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব নতুন নয়। এর আগেও জীবিত তারকাকে মৃত বানিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এবার সে তালিকায় যোগ হলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সম্প্রতি সামান্য শারীরিক অসুস্থতা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রীলেখা। এ সংবাদকে পূঁজি করেই একটি ইউটিউব চ্যানেল তাকে মৃত বানিয়ে খবর প্রচার করে বলে এবেলার প্রতিবেদনে বলা হয়েছে।

ওই চ্যানেলে আবেদনময়ী এই তারকার মৃত্যুর খবর প্রচার করে বলা হয়, মাত্র পাওয়া...। অসুস্থ হয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নায়িকা শ্রীলেখা মিত্র....হাসপাতালে!

এরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় হইচই। তার ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এক পর্যায়ে বেরিয়ে আসে আসল ঘটনা। অবশ্য এমন খবর শ্রীলেখার কানে পৌঁছাতেও সময় লাগেনি। সকালবেলায় নিজের মৃত্যুর খবর পড়ে অবাক হন শ্রীলেখা!

তিনি সংবাদ মাধ্যমে বলেন, যারা কখনও ফোন করেন না, তারাও ফোন করে খোঁজখবর নিচ্ছেন। তার পরে কী বলবেন, বুঝতে পারছেন না।

পুরো ব্যাপারটি নাকি নিজেও বেশ উপভোগ করেছেন এ নায়িকা।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯৪৬ঘ.)