বোস্টনে নিউ ইংল্যান্ড বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

বোস্টনে নিউ ইংল্যান্ড বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

বোস্টন, ২২ নভেম্বর (জাস্ট নিউজ) : বোস্টনে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড বিএনপি শাখা।

নিউ ইংল্যান্ড বিএনপি সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুলের সভাপতিত্বে শনিবার বালার্ড ভ্যালে ইউনাইটেড চার্চে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা কাজী নুরুজ্জামান।

শাখা সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিটু সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল হক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী হায়দার মুনসুর।

কাজী নুরুজ্জামান তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী সরকারের পতন একমাত্র আন্দোলনের মাধমেই সম্ভব। ঊনসত্তর এর গণ আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলনের মতো আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

সৈয়দ বদরে আলম তার বক্তব্যে বলেন, বন্দুক আর অন্যের উপর নির্ভর করে চিরকাল ক্ষমতায় থাকা যায় না। বাকশাল কায়েম করে যেমন শেখ মুজিব ক্ষমতায় থাকতে পারেনি, হাসিনাও পারবে না।

তিনি বলেন, আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমাদের একতাবদ্ধ হতে হবে। আমরা যত একতাবদ্ধ হবো ততই বাকশালী হাসিনার পতন ত্বরান্বিত হবে।

মুনসুর হায়দার বলেন, আমাদের শহীদ জিয়ার আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, কিভাবে সংগ্রাম করতে হয় তা জানতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তানভীর নেওয়াজ।

 

(জাস্ট নিউজ/এমআই/জিএস/০৯৩৩ঘ.)