খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ফুঁসে উঠছে বহির্বিশ্ব

হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের সামনে ব্যাপক বিক্ষোভ

হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের সামনে ব্যাপক বিক্ষোভ

ওয়াশিংটন থেকে বিশেষ প্রতিনিধি, ৭ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রাধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে বাংলাদেশের ন্যায় ফুঁসে উঠেছে বহির্বিশ্ব। সভা-সমাবেশ, স্মরকলিপি প্রদান ও প্রতিবাদ কর্মসূচীর মধ্য দিয়ে ক্ষোভের জানান দিচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্ক, লন্ডন, ব্রাসেলস, প্যারিস, বার্লিন, রোম, কোপেনহেগেন, ভিয়েনা, স্টকহোম, কোয়ালালামপুর, সিডনি, মস্কো, অটোয়া প্রভৃতি শহর যেন প্রতিবাদের নগরি। এমনকি মধ্যপ্রাচ্যের শহর দুবাই, মক্কা, মদিনা, দোহা জুড়ে চলছে বাংলাদেশিদের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী।

বৃহস্পতিবার হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের সামনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা ও তথাকথিত বিচারের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে শত শত প্রবাসি বাংলাদেশি। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে প্রচন্ড তুষার বৃষ্টিপাতের মধ্যে বিএনপি সমর্থক নারী, পুরুষেরা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্টের সরকারী বাসভবনের সামনে এ বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ সমাবেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সোচ্চার হওয়ার দাবী সম্বলিত একটি স্মরকলিপি যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাবর প্রেরণ করা হয়। এর আগে স্থানীয় সময় দুপুর ২টায় যুক্তরাষ্টের স্টেট ডির্পাটমেন্টের সামনে অবস্থান কালে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বরাবর অপর একটি স্বারকলীপি দেওয়া হয়।

গ্রেটার ওয়াশিংটন বিএনপির সাধারণ সম্পাদক এ জে হোসেনের সার্বিক সমন্বয়ে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শাহারাফাত হোসেন বাবু, শামসুদ্দিন মাহামুদ, মাসুদুর রহমান, মিয়া মজনু, তারিকুল ইসলাম ওসরু, জাকির হোসেন, খোরশেদ আলম কাজী, মো: হোসেন, ফারুক আহমেদ, শাহরিয়ার রহমান, কামাল পাশা, নাজমুল হক কামাল, দেওয়ান বিপ্লব, মুখলেসুর রহমান লিটন, নূর মোহাম্মদ লিটন, আব্দুস সবুর জুয়েল, রাসেল আহমেদ, আজমির রনি, জাহিদ খান, সেলিম আহমেদ, মোকাদ্দের, জহিরুল ইসলাম, দেওয়ান বিপ্লব, আয়নাল উল্লাহ, আব্দুল মোতালেব (মতিন), আব্দুস জোবায়ের পলাশ, মো: মহিন, আবুল হাসেম, মো: মহাসিন, জাহাঙ্গীর হোসেন, মো: মুক্তার হোসেন খান, মো: ইসলাম, জামিল উদ্দিন, মোশারফ হোসেন, মুনির হোসেন, নাসির উদ্দিন, মো: আব্দুল কাদের, মো: ইয়াসিন হোসেন, মাসুদুর রহমান, শাহিদুল ইসলাম, নাসির আহমেদ, মুনির হোসেন (আর্লিংটন),সাবিন হোসেন (পলি), নাসরিন রহমান, কাউছার পারভিন (শিল্পী), রেহেনা পারভিন, ফাতেমা আকতার, রোকেয়া বেগম, জাহানারা বেগম, সুমাইয়া ইসলাম (স্বর্ণা) মিসেস রাসেল।

বিএনপি নেতা তোফায়েল আহমেদ, নাজিম উদ্দিন, কাইয়ুম চৌধুরী, পেনসেলভেনিয়া বিএনপির সভাপতি শাহ ফরিদের নেতৃত্বে সমাবেশে যোগ দেন এ আর খান লাভলু, নূর উদ্দিন নাহিদ, মোহাম্মদ জিল্লুর রহমান মজুমদার , মোহাম্মদ ইসলাম মিলন, মোহাম্মদ জাহাংগীর আলম, মোহাম্মদ সেলিম,মোহাম্মদ আলাউদ্দিন , মোহাম্মদ আবদুস সবুর তনু, মোহাম্মদ লিটন, মোহাম্মদ ইকবাল বাহার,মোহাম্মদ ইদ্রিস আলী, জালাল আহমেদ , মোহাম্মদ আতাউর,মোহাম্মদ মনির হোসেন,ওহাব মিয়া,মোহাম্মদ আবসার,মোহাম্মদ আনোয়ার চেয়ারম্যান,মোহাম্মদ জাহাংগীর চৌধুরী সহ প্রমুখ।

সেলিম আহমেদের নেতৃত্বে মিশিগান স্টেট বিএনপির নেতাদের মধ্যে ছিলেন, মুজিব আহমেদ মনির, মজ্ঞুরুল করিম তুহিন, মোস্তাকুর রহমান রুমন, মোর্শেদ আহমেদ প্রমুখ।

নাসির আহমেদের নেতৃত্বে মেরিল্যান্ড বিএনপির নেতারা সমাবেশে যোগ দেন।

 

 

(জাস্ট নিউজ/প্রতিনিধি/জেআর/১৪৩১ঘ.)