জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক দুপুরে

জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক দুপুরে

ঢাকা, ১৬ অক্টোবর (জাস্ট নিউজ) : নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশের চার দিনের মাথায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে।

মঙ্গলবার দুপুর ১২টায় উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সাত দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করার মূল আলোচ্যসূচি নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আ ব ম মোস্তফা আমীন উপস্থিত থাকার কথা রয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক পথচলা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট। সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য সামনে রেখে গড়ে ওঠা এ জোট এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কর্মসূচি ঘোষণা করেনি।

(জাস্ট নিউজ/একে/১০২৫ঘ.)