তফসিল না পেছালে ইসি অভিমুখে পদযাত্রা: মির্জা আলমগীর

তফসিল না পেছালে ইসি অভিমুখে পদযাত্রা: মির্জা আলমগীর

ঢাকা, ৬ নভেম্বর (জাস্ট নিউজ) : বুধবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে দাবি না মানা হলে ৮ নভেম্বর রাজশাহীর উদ্দেশে রোডমার্চ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সংলাপে দাবি না মানলে ৮ নভেম্বর রোড মার্চ করে রাজশাহীতে যাবো, ৯ নভেম্বর সেখানে সমাবেশ হবে।’

মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের দাবি না মানার আগেই তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশনের অভিমুখে পদযাত্রা করা হবে।’ তবে কবে নাগাদ এই পদযাত্রা করা হবে, তা উল্লেখ করেননি তিনি। সমাবেশ থেকে বলা হয়, পরবর্তীতে পদযাত্রার সুনির্দিষ্ট তারিখ জানানো হবে।

মির্জা ফখরল আরো বলেন, ‘আগামীকালের (বুধবার, ৭ নভেম্বর)) সংলাপ হবে। আমরা শান্তি চাই,। অশান্তিতে বিশ্বাস করি না। কিন্তু সংলাপ নিয়ে কোনও নাটক করলে হবে না।’

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই জনসভা করা হয়।

(জাস্ট নিউজ/এমআই/১৮২০ঘ.)