ছাত্রলীগের র‌্যালি, রাজধানীবাসীর ভোগান্তি

ছাত্রলীগের র‌্যালি, রাজধানীবাসীর ভোগান্তি

ঢাকা, ৬ জানুয়ারি (জাস্ট নিউজ) : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিকে কেন্দ্র করে রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে গাড়ি চলাচল না থাকায় ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। র‌্যালির কারণে বাংলামটর থেকে শাহবাগ মোড় হয়ে পল্টন মোড় এবং কাকরাইল থেকে মৎস্য ভবন মোড় হয়ে পল্টন পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল থেকেই এসব সড়কে যানজট তৈরি হতে থাকে। এ ছাড়া শাহবাগ থেকে ফার্মগেট, পল্টন থেকে বিজয়নগর হয়ে কাকরাইল, মালিবাগ থেকে রামপুরা, বাংলামটর থেকে মালিবাগ, কাকরাইল থেকে মগবাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোয় এ যানজটের সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে ট্রাফিক পুলিশদের।

র‌্যালিতে অংশ নিতে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ জড়ো হতে থাকে নেতাকর্মীরা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে আসে।

যে সকল রাস্তা দিয়ে মিছিল আসছে সেসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাস, মিনিবাস, টেম্পু, প্রাইভেটকারের হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

(জাস্ট নিউজ/একে/১৮০৭ঘ.)