বেগম জিয়ার ক্ষেত্রে বিভক্তি রায় ইসিকে প্রশ্নবিদ্ধ করলো: কাদের সিদ্দিকী

বেগম জিয়ার ক্ষেত্রে বিভক্তি রায় ইসিকে প্রশ্নবিদ্ধ করলো: কাদের সিদ্দিকী

ঢাকা, ৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : আপিল করেও মনোনয়নপত্র বৈধ করতে পারলেন না কাদের সিদ্দিকী। এ বিষয়ে একবাক্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে কাদের সিদ্দিকী বলেন, ‘ন্যায় বিচার পেলাম না’।

এসময় তিনি বেগম খালেদা জিয়ার মনোনয়ন ৩ আসনেই অবৈধ হওয়ার সমালোচনা করেছেন। তিনি বলেন, সবার ক্ষেত্রে একক রায়, আর বেগম জিয়ার ক্ষেত্রে বিভক্তি রায় ইসিকে প্রশ্নবিদ্ধ করলো। দেশটা সবক্ষেত্রে বিভক্ত হয়ে গেছে।

কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ ও ৮ আসনে প্রার্থী হতে মনোনয়ন দাখিল করেছিলেন। ঋণ খেলাপি হওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়। তার দল কৃষক শ্রমিক ও জনতা লীগ এখন জাতীয় ঐক্যফ্রন্টের অংশ। সেই সূত্র ধরে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলেন।

উল্লেখ, বিগত ২ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই কার্যক্রমে টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর দাখিল করা মনোনয়ন বাতিল করা হয়েছিল। রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম ওই সব মনোনয়ন বাতিল করেন।

(জাস্ট নিউজ/একে/২১৫০ঘ.)