খালেদা জিয়ার সঙ্গে কাউকে দেখা করতে না দেয়া উদ্দেশ্যপ্রণোদিত: মির্জা আলমগীর

খালেদা জিয়ার সঙ্গে কাউকে দেখা করতে না দেয়া উদ্দেশ্যপ্রণোদিত:  মির্জা আলমগীর

ঢাকা, এপ্রিল ২১ (জাস্ট নিউজ): বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দলটির সিনিয়র নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজনকে দেখা করতে না দেয়া উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বেলা সোয়া ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা আলমগীর বলেন, কারাগারে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দিচ্ছে না সরকার। তার চিকিৎসা নিয়ে সরকার কূট-কৌশল করছে। তাকে নিয়মিত থেরাপি দেয়া দরকার। কিন্তু কারাগারে সেটা সম্ভব নয়। কারাগারে তাকে কোনো সুবিধাও দিচ্ছে না সরকার।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে সরকার কাউকে দেখা করতে দিচ্ছে না। দলের নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজন কেউ দেখা করতে পারছে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার কাউকে তার জন্য দেখা করতে দিচ্ছে না। খালেদা জিয়ার কোনো সমস্যা হলে দায় সরকারের।

(জাস্ট নিউজ/এমআই/১৩১২ঘ.)