ঈদের আগে সড়কমন্ত্রী সেমিনারে বসে থাকতে পারে না: কাদের

ঈদের আগে সড়কমন্ত্রী সেমিনারে বসে থাকতে পারে না: কাদের

ঢাকা, ৫ জুন (জাস্ট নিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে প্রধান অতিথি হতে হবে, এটা কোন যুক্তি হলো। কিন্তু এটিই হচ্ছে। ঈদের আগে সড়কমন্ত্রী সেমিনারে বসে থাকতে পারে না। সম্ভব না। কয়েক দিন পরে ঈদ। সেমিনারে বসে থাকবো, আর রাস্তায় মানুষ যেতে পারবে না, সড়কে যানজট হবে, দুর্ঘটনা হবে সেখানে আমার কিছু করণীয় আছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় এসডিজি-এর লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, বিএনপির উদ্দেশে আগামী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে ফেলার এই খোয়াবটা দেখিয়েন না। বিএনপি যদি না আসে তাহলে তারা ছাড়া আর সবাই নির্বাচনে আসবে। বিএনপি ছাড়া সবাই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরো বলেন, আজকে বাংলাদেশের পরিবেশ যে ভয়াবহ পর্যায়ে গেছে। এদেশের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।

বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। আর মূল প্রবেন্ধের উপর আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড.আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক নাসরীন আহমাদ।

সেমিনারটি যৌথভাবে সঞ্চালনা করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন ও কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং প্রমুখ।

(জাস্ট নিউজ/একে/২১৪০ঘ.)