নির্বাচনের আগে বিনা ভোটের পার্লামেন্ট ভেঙে দিতে হবে: খালেদা জিয়া

নির্বাচনের আগে বিনা ভোটের পার্লামেন্ট ভেঙে দিতে হবে: খালেদা জিয়া

ঢাকা, ২৪ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ দেশকে একদলীয় বাকশালের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে যারাই কথা বলছে তাদের গুম করা হচ্ছে, না হয় মামলা দেয়া হচ্ছে।

রবিবার সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সবাই নির্বাচন চায়, সে নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে।

আওয়ামী লীগ সংবিধান লঙ্ঘন করেছে এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, বিনা ভোটে ১৫৪ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। অনির্বাচিত এ পার্লামেন্ট ভেঙে দিতে হবে। তিনি আরো বলেন, স্বাধীন বিচারবিভাগের জন্য কাজ করতে চেয়েছিলেন বলেই প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।

প্রধান বিচারপতিকে অপসারণের মাধ্যমে আওয়ামী লীগ ‘জুডিশিয়াল ক্যু’ করেছে। এর শাস্তি হওয়া উচিত।

(জাস্ট নিউজ/একে/১৮০৭ঘ.)