সিলেট টেস্ট

পরাজয়ের প্রহর গুনছে বাংলাদেশ

পরাজয়ের প্রহর গুনছে বাংলাদেশ

ঢাকা, ৬ নভেম্বর (জাস্ট নিউজ) : চতুর্থ ইনিংসে জিম্বাবুয়ের দেওয়া ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শুরুতেই হারের কাছে চলে গেছে বাংলাদেশ। তৃতীয় দিনের শেষটায় ব্যাটে নেমে দুই ওপেনার ভালো মতো দিনটা শেষ করে। তোলে ২৬ রান। কিন্তু চতুর্থ দিনের শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। সর্বশেষ খবর পর্যন্ত প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে ১১১ রান তুলেছে বাংলাদেশ।

চতুর্থ দিনের শুরুতে দুই ওপেনার ৩০ রান তুলে ফেলে। দলের ৫৬ রানের মাথায় ফিরে যান ওপেনার লিটন দাস। এরপর শুরু হয় ধস। বাকি ৫৫ রানের মধ্যে পড়েছে আরও ৪ উইকেট। ব্যক্তিগত ৪৩ রানে ইমরুল ফিরে যান। এছাড়া মুমিনুল, মাহমুদুল্লাহ, নাজমুল ইসলাম শান্তরা দলের হয়ে কোন ভরসা দিতে পারেননি। মধ্যাহ্ন বিরতীতে যাওয়ার আগে ক্রিজে ছিলেন মুশফিক। আরিফুল হককে নিয়ে ব্যাটে নামবেন তিনি। বাংলাদেশের জয়ের জন্য দরকার এখনো ২১০ রান।

চতুর্থ দিনে আজ রেকর্ডগড়া জয় পেতে হলে বাকি সব কিছুও পক্ষে দরকার বাংলাদেশের। ঘরের মাটিতে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার রেকর্ডটা মাত্র ২১৯ রানের; বাংলাদেশকে ঘরের মাঠে ওই রান তাড়া করে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ২০০৯ সালে উইন্ডিজের মাটিতে ২১৭ রান তাড়া করে জিতেছিল।

(জাস্ট নিউজ/একে/১২৫৫ঘ.)