শিবগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

শিবগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের আয়োজনে দহপাড়া মাঠে মঙ্গলবার বারি পেঁয়াজ-৪ এর বাল্ব উৎপাদনের উপর কৃষক সমাবেশ ও কৃষক/কৃষাণীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মসলা গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসেম রেজা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোঃ নূর আলম চৌধুরী, কৃষক আবু বক্কর সিদ্দিক, আনোয়ারুল ইসলাম মুকুল, মিঠু মিয়া প্রমুখ।

সভায় বক্তারা মসলার ঘার্তি কমানোর জন্য বারি পেঁয়াজ-৪ বেশি বেশি করে উৎপদান করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এ পেঁয়াজ প্রতি শতকে দেড় থেকে ২মন পর্যন্ত উৎপাদন হয়ে থাকে।

এমআই