নওগাঁয় বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধানের ক্ষেত

নওগাঁয় বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধানের ক্ষেত

কালবৈশাখী ঝড় ও ঘণ্টাব্যাপী বৃষ্টিতে নওগাঁয় তলিয়ে গেছে পাকা ধানের ক্ষেত। গাছ থেকে ঝরে পড়েছে আম। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও বাগানিরা। এদিকে হিলি ও পঞ্চগড়েও বয়ে গেলো কালবৈশাখী ঝড়।

মঙ্গলবার দুপুরে কালো মেঘে ঢেকে যায় নওগাঁর আকাশ। মেঘের গর্জনের সাথে প্রচন্ড ঝড়ে মুহূর্তেই পোরশা, সাপাহার, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলার মাঠের পাকা ধান মাটিতে পড়ে যায়। এরপর মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় ক্ষেত। ধান কেটে তোলার মুহূর্তে আকষ্মিক এ ঝড়ে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা ।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এ ঝড়ে ধানের পাশাপাশি বাগানগুলোতে গাছ থেকে ঝরে পড়ে আম।

কালবৈশাখীর তান্ডবে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে বলে জানালেন উপজেলার এ কৃষি কর্মকর্তা।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজ আলম বলেন, বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন তথ্য আসছে। আশা করছি তেমন একটা ক্ষতি হয়নি।

এদিকে হিলি ও পঞ্চগড়ের উপর দিয়েও বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

এমজে/