এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

দেশে উচ্চশিক্ষার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ চলছে মাসব্যাপী কর্মসূচী।

এরই অংশ হিসেবে ‘হৃদয়ে এশিয়ান ইউনিভার্সিটি’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হয়ে গেল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বক্তব্যে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এশিয়ান ইউনিভার্সিটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় ‘মান সম্মত শিক্ষা ও সেবা’ নিয়ে আলোকপাত করেন এবং বাস্তবসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কর্মজীবনে প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীদের সাফল্যের গল্প নতুন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তোলে। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এমআই