সীতাকুণ্ডে গভীর রাতে পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

সীতাকুণ্ডে গভীর রাতে পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

সীতাকুণ্ডের কুমিরায় ইয়াবা ব্যবসায়ী সন্দেহে এক যুবককে আটকের জেরে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে।

সোমবার দিবাগত গভীর রাতে কুমিরার জেলেপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে রুবেল জলদাসকে নিজ ঘর থেকে আটক করে পুলিশ। তাকে আটকের ঘটনায় এলাকাবাসীর সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযান চলাকালীন সময় বিলম্ব দাসী (৬৫) নামের এক বৃদ্ধা হার্ট অ্যাটাকে মারা গেলে পুলিশের হামলায় নিহত হয় বলে খবর ছড়িয়ে পড়ে। এ খবরে উত্তেজিত এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম জসিমসহ পাঁচ পুলিশ আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

রাত ২টার দিকে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলওয়ার হোসেন ও ওসি (তদন্ত) আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর এলাকাবাসী ফের হামলা চালায়। পুলিশ এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হন।

সীতাকুণ্ড থানার এসআই সুজায়েত হোসেন বলেন, ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গেলে অপপ্রচার চালিয়ে এলাকাবাসী পুলিশের ওপর হামলা করে। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

এমআই