শরীফ হায়দার শিবলুর কারণে বেঁচে গেলো ট্রেনে কাটা পড়া শিশু!

শরীফ হায়দার শিবলুর কারণে বেঁচে গেলো ট্রেনে কাটা পড়া শিশু!

চট্টগ্রাম মহানগরীর আমবাগান এলাকায় আজ (৪ই ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকাল ৩.৪৫ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ট্রেনে কাটা পড়ে ডান হাত বিচ্ছিন্ন ও মাথায় গুরুতর জখম প্রাপ্ত হয় ৮ বছরের এক শিশুর।

শরীফ হায়দার শিবলু নামের এক যুবক ঐ পথ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখে ঘটনাস্থলে যাওয়ার পর দেখতে পায় ট্রেনে কাটা পড়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক শিশু। তখন ঐ শিশুটি কান্না জড়িত কন্ঠে বলেন ভাইয়া আমাকে বাঁচান।

শিশুটির কথা শুনে দেরি না করে দ্রুত শরীফ হায়দার শিবলু তাকে কোলে নিয়ে রওয়ানা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে গিয়ে নিজ খরচে ভর্তি করিয়ে দেন চট্টগ্রাম মেডিকেলের ২৬ নাম্বার ওয়ার্ডে। তারপর শিশুটির কাছ থেকে শরীফ হায়দার শিবলু জানতে চায় শিশুটির নাম কি সে কোথায় থাকে?

সে বলে তার নাম শাহজালাল, বাসা চট্টগ্রাম বন্দর থানাধীন ৩নং ফকিরাহাট জিন্নাত আলীর কলোনীতে। তার বাবার নাম আবুল হোসেন, মাতার নাম ময়না বেগম।