পরীমনির গাড়িসহ জব্দ করা আলামত ফেরত দেওয়ার নির্দেশ

পরীমনির গাড়িসহ জব্দ করা আলামত ফেরত দেওয়ার নির্দেশ

চিত্রনায়িকা পরীমনির গাড়ি এবং তার বাসা থেকে জব্দ করা আলামতগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত আজ শুনানি শেষে এ আদেশ দেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী জানান, রোববার মামলার তদন্তকারী সংস্থা সিআইডি দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরীমনিকে ফেরত দেওয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, যদি পরীমনিকে তার জব্দকরা আলামত ফেরত দেওয়া হয় সে ক্ষেত্রে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না। আজ এ বিষয়ে শুনানি শেষে আদেশ দেয় আদালত। এসময় আদালতে পরীমনি উপস্থিত ছিলেন।

গত ৪ঠা আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। ডিবি হয়ে মামলাটি যায় সিআইডিতে। এ মামলায় তিন দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসবাদ করা হয়।

পরীমনি গত ৩১শে আগস্ট জামিন পান। পরদিন কারাগার থেকে ছাড়া পান।