গ্রিসে শরণার্থীশিবিরে আগুন

গ্রিসে শরণার্থীশিবিরে আগুন

দাউ দাউ করে জ্বলছে। আকাশে পাকিয়ে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলি। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ।

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে লেসবস দ্বীপে গ্রিসের সবচেয়ে বড় শরণার্থীশিবির। ক্যাম্প মোরিয়া নামে শিবিরটিসহ বুধবার আগুন লাগে আরও কয়েকটি শরণার্থীশিবিরে।

দমকল বাহিনীর অভিযোগ, আগুন নেভাতে যাওয়ার পর তাদের বাধা দেয়া হয়েছে।

স্থানীয় মিডিয়ায় এমন অভিযোগও উঠছে, করোনা নিয়ে কড়াকড়ির প্রতিবাদে এখানে আগুন লাগানো হয়েছে।

গত সপ্তাহে করোনা নিয়ে এই শিবিরগুলোতে কড়াকড়ি শুরু হয়েছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

চলতি সপ্তাহের শুরুর দিকে মোরিয়া শিবিরে একজন সোমালি শরণার্থীর করোনা ধরা পড়ে। তার পরই সেখানে প্রচুর কড়াকড়ি চালু করা হয়েছে।

মোরিয়াতে ১২ হাজার শরণার্থী বিভিন্ন শিবিরে আছেন। তারা সবাই আশ্রয়প্রার্থী। অনেকেই ইরাক ও সিরিয়া থেকে ২০১৫ ও ২০১৬ সালে পালিয়ে এসেছেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই শিবিরে গাদাগাদি করে মানুষ থাকছেন।

এখান থেকে কিছু উদ্বাস্তুকে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও তারা সরকারকে বলেছেন। কিন্তু সরকার সেই অনুরোধে কান দেয়নি।

হিউম্যান রাইটস ওয়াচের গবেষক ইভা কোসি বলেছেন, শরণার্থীশিবিরের যা অবস্থা তাতে সেখানে জনস্বাস্থ্য বজায় রাখা অসম্ভব -এএফপি

এমজে/