ভারতের কৃষক আন্দোলনে গ্রেটা থানবার্গের সংহতি

ভারতের কৃষক আন্দোলনে গ্রেটা থানবার্গের সংহতি

পরিবেশ আন্দোলনকারী সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ এবার ভারতের আন্দোলনরত কৃষকদের সঙ্গে সংহতি প্রকাশ করলেন।

মঙ্গলবার রাতে 'উই স্টেন্ড ইন সলিডারিটি উইথ #ফারমার্স প্রোটেস্ট ইন ইন্ডিয়া' লিখে তার টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে ভারতের কৃষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। খবর এনডিটিভির।

ভারতীয় কৃষকদের আন্দোলনে সমর্থন জানিয়ে বিশ্ববিখ্যাত পপতারকা রিহান্নার টুইটবার্তার এক ঘণ্টা পরই কৃষকদের সঙ্গে সংহতি প্রকাশ করলেন গ্রেটা থানবার্গ।

পপতারকা রিহান্নার টুইটারে ফলোয়ার সংখ্যা ১০ কোটিরও বেশি। ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করার পর তার ফলোয়ার সংখ্যা আরও এক লাখ বেড়ে গেছে।

বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে গত দুই মাসেরও বেশি সময় ধরে দিল্লি-পাঞ্জাব, দিল্লি-উত্তরপ্রদেশ এবং দিল্লি-হরিয়ানা সীমানায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার কৃষক।

এমজে/