নেতানিয়াহুর ভাগ্য আরব দলের হাতে

নেতানিয়াহুর ভাগ্য আরব দলের হাতে

ইসরাইলে সাধারণ নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে এসেছে নতুন একটি রাজনৈতিক দল।

দেশটির পার্লামেন্ট নেসেটের পাঁচটি আসন জয় করে নিয়েছে ফিলিস্তিনি আরবদের ইউনাইটেড আরব লিস্ট (ইউএএল)।

ইসরাইলি বা হিব্রুতে রায়েম হিসাবে পরিচিত দলটি তাই এখন ‘কিংমেকার’ মনে করা হচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকছেন কি না তা অনেকখানি এই দলটির ওপরই নির্ভর করছে।

ইসরাইলে রাজনৈতিক টানাপোড়েনের কারণে গত দুই বছরের মধ্যে চতুর্থবার সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার।

নির্বাচনের বুথ ফেরত জরিপের ফলাফলে দেখা যায়, প্রধানমন্ত্রিত্ব ধরে রাখার জন্য যে পরিমাণ আসন দরকার, নেতানিয়াহুর জোটের জন্য তা পাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে।

বিবিসির খবর অনুসারে, বুধবার পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে দেখা যায়, নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৯টি আসনে জিততে চলেছে।

এমজে/