যুক্তরাষ্ট্র ও জাপানে সুনামি সতর্কতা জারি

যুক্তরাষ্ট্র ও জাপানে সুনামি সতর্কতা জারি

প্রশান্ত মহাসাগরের নিচে হুঙ্গা-টোঙ্গা হা’আপাই আগ্নেয়গিরিতে শনিবার অগ্ন্যুৎপাত শুরু হয়। ফলে যুক্তরাষ্ট্র ও জাপানে নতুন করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও জাপানে সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় এলাকা থেকে দূরে সরে যেতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র একটি সুনামির উত্তাল ঢেউয়ে উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কা করছে। জাপানও তিন মিটারের মতো উচ্চতার সুনামি আশঙ্কা করছে।

এর আগে প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে থাকা রাষ্ট্র টোঙ্গার অনেক অংশ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় ছাইয়ে ঢেকে যায়। ফলে দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সঙ্গে ইন্টারনেট ও ফোনসেবাও বন্ধ হয়ে যায়।

তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি।

হুঙ্গা-টোঙ্গা হা’আপাই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে যুক্তরাষ্ট্র ও জাপানের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।