মারিউপোলে ঢুকে পড়েছে রুশ সেনারা, শহর দখলে যুদ্ধ অব্যাহত

মারিউপোলে ঢুকে পড়েছে রুশ সেনারা, শহর দখলে যুদ্ধ অব্যাহত

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিউপোলে ঢুকে পড়েছে রুশ সেনারা। এখন শহরটির দখল নিতে রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। দক্ষিণাঞ্চলীয় এই বন্দর শহরটির মেয়র নিশ্চিত করেছেন যে, মারিউপোলের কেন্দ্রে দুই দেশের বাহিনীর মধ্যে যুদ্ধ চলমান রয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়, গত দুই সপ্তাহ ধরে প্রায় ৪ লাখ মানুষ মারিউপোলে আটকা পরে আছে। রাশিয়ার বাহিনী এই শহরটি দখলে একটানা হামলা চালিয়ে গেছে। আকাশ থেকে বোমা ফেলেছে। এতে করে বিদ্যুৎ ও পানি সরবরাহ সিস্টেম বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের কর্মকর্তারা শুক্রবারই জানিয়েছিলেন যে, আজভ সাগরের সঙ্গে সব ধরণের যোগাযোগ রাস্তা এখন রুশদের দখলে।

এর আগে বুধবার মারিউপোলের একটি থিয়েটারে বোমা ফেলে রাশিয়ার বোমারু বিমান।

ইউক্রেনের তরফ থেকে বলা হচ্ছে, ওই থিয়েটারে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সেখানে প্রায় ১৩০০ মানুষ ছিল। এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে। এছাড়া শহরের ৮০ ভাগেরও বেশি আবাসিক ভবন ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্থ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে শিগগিরই মারিউপোলের নিয়ন্ত্রণ নিয়ে নেবে রুশ সেনারা।