ইউক্রেনে ভবনের ধ্বংসস্তূপ থেকে ২৪ লাশ উদ্ধার

ইউক্রেনে ভবনের ধ্বংসস্তূপ থেকে ২৪ লাশ উদ্ধার

ইউক্রেনে রুশ বাহিনীর হামলার ২৯তম দিন আজ। এ সময়ে রুশ বাহিনীর হামলা চালিয়ে বেশ কয়েকটি শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এ ছাড়া অবরুদ্ধ করে রেখেছে কয়েকটি শহর। তার মধ্যে একটি হচ্ছে খারকিভ।

খারকিভ শহরের একটি প্রশাসন ভবনের ধ্বংসস্তূপ থেকে ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার ইউক্রেনের জরুরি পরিষেবা এই তথ্য জানায়। খবর আলজাজিরার।

ইউক্রেনের জরুরি পরিষেবা অনুসারে, উদ্ধারকর্মীরা এখন খারকিভ আঞ্চলিক রাজ্য প্রশাসনের ধ্বংসস্তূপ থেকে ২৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে। গত ১ মার্চ থেকে রুশ বাহিনী এ শহরটিতে হামলা চালানো শুরু করে।

জরুরি সেবার একজন মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন এক কোটি ইউক্রেনীয়।