ইতালির উপকূলে নৌকাডুবি: ৮০ আফগান অভিবাসীর মৃত্যু

ইতালির উপকূলে নৌকাডুবি: ৮০ আফগান অভিবাসীর মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে নৌকাডুবির ঘটনায় ৮০ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। নিহতরা সবাই অভিবাসন প্রত্যাশী। তারা তুরস্ক থেকে কাঠের নৌকায় ইতালি পাড়ি দিচ্ছিল। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির দক্ষিণ উপকূলে গত রোববার জাহাজডুবির ঘটনা ঘটে। এতে শিশুসহ ৮০ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। বেঁচে থাকা ব্যক্তিদের তথ্য অনুযায়ী- দুর্ঘটনাকবলিত জাহাজটিতে ১৪০ থেকে ১৫০ জন আরোহী ছিলেন।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘খুব দুঃখের সাথে, আমরা জানতে পেরেছি ... নারী ও শিশুসহ ৮০ জন আফগান শরণার্থী কাঠের নৌকায় তুরস্ক থেকে ইতালি যাওয়ার সময় ইতালির দক্ষিণ সাগরে ডুবে মারা গেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘শহীদদের জন্য ক্ষমা এবং নিহতদের পরিবার ও আত্মীয়দের জন্য ধৈর্যের জন্য প্রার্থনা করছে আফগানিস্তান। এছাড়া সকল নাগরিককে অবৈধ অভিবাসনের মাধ্যমে বিদেশে যাওয়া এড়াতে অনুরোধ করছি আমরা।’

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির বন্দর থেকে গত সপ্তাহের শেষের দিকে জাহাজটি রওনা হয়েছিল। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, গত বছর তুরস্ক ও ইতালির মধ্যে সমুদ্রপথে আসা প্রায় অর্ধেকই আফগান শরণার্থী।