জেনিনে ৩ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলের বিশেষ বাহিনী

জেনিনে ৩ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলের বিশেষ বাহিনী

ইসরাইলের বিশেষ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন অন্তত তিন ফিলিস্তিনি। দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে বৃহস্পতিবার ওই অভিযান চালায় ইসরাইলি সেনারা। আরেকটি শহরে ৬ ফিলিস্তিনিকে হত্যার রেশ কাটতে না কাটতেই নতুন ইসরাইলি অভিযানের খবর পাওয়া গেলো। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তিন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের নাম আহমেদ ফাশাফশেহ (২২),সুফিয়ান ফাখৌরি (২৬) এবং নায়েফ মালয়েশেহ (২৫)।

আল-জাজিরা জানিয়েছে, গত মঙ্গলবারের অভিযানে আহত এক ফিলিস্তিনিও বৃহস্পতিবার সকালে মারা গেছেন। বৃহস্পতিবারের অভিযান চালানো হয় জেনিন শহরের পার্শবর্তী গ্রাম জাবাতে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছে। ইসরাইলি বিশেষ বাহিনী বেসামরিক পোশাকে ওই অভিযান পরিচালনা করে। একদম ভোরের দিকে তারা ওই বাড়িতে হামলা চালায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের শব্দ পেয়েছেন তারা। ইসরাইলি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত পুলিশ, সেনা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই অভিযানে অংশ নিয়েছিল।

তাদের উদ্দেশ্য ছিল অভিযুক্তদের গ্রেপ্তার করা। কিন্তু তারা ইসরাইলি সেনাদের টার্গেট করে গুলি ছুড়তে শুরু করলে, ইসরাইলি সেনারা বাধ্য হয় পাল্টা হামলা চালাতে।