যুক্তরাজ্যকে হুঁশিয়ারি পুতিনের : ইউরেনিয়াম-সমৃদ্ধ ট্যাঙ্ক শেল দেবেন না ইউক্রেনকে

যুক্তরাজ্যকে হুঁশিয়ারি পুতিনের : ইউরেনিয়াম-সমৃদ্ধ ট্যাঙ্ক শেল দেবেন না ইউক্রেনকে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে 'ডিপ্লেটেড' ইউরেনিয়াম-সমৃদ্ধ আর্মর-ফিয়াসিং ট্যাঙ্ক শেল যদি ইউক্রেনকে যুক্তরাজ্য প্রদান করে, তবে মস্কো 'প্রতিক্রিয়া জানতে বাধ্য' হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আনাবেল গোল্ডডাই ইউক্রেনকে চ্যালেঞ্জার ২ ব্যাটল ট্যাঙ্কের পাশাপাশি ডিপ্লেটেড ইউরেনিয়াম-সমৃদ্ধ ট্যাঙ্ক শেল প্রদান করার বিষয়টি নিশ্চিত করার প্রেক্ষাপটে পুতিন মঙ্গলবার এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

'ডিপ্লেটেড' ইউরেনিয়াম হলো পরমাণু জ্বালানি বা পরমাণু অস্ত্র তৈরীতে ব্যবহৃত পরমাণু-সমৃদ্ধকরণ প্রক্রিয়ার উপজাত। এর ভারিত্বের কারণে এটি সহজেই স্টিল ভেদ করতে পারে।

জাতিসঙ্ঘ পরিবেশগত কর্মসূচি এ ধরনের গোলাবারুদকে 'রাসায়নিকভাবে ও তেজস্ক্রিয়ভাবে বিষাক্ত ভারী ধাতু' হিসেবে অভিহিত করেছে।

এই শেল অত্যন্ত কার্যকারিতার সাথে আধুনিক ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করতে পারে।

ক্রেমলিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় পুতিন বলেন, যুক্তরাজ্য কেবল ট্যাঙ্কই নয়, সেইসাথে ডিপ্লেটেড ইউরেনিয়াস-সমৃদ্ধ শেলও ইউক্রেনকে দিচ্ছে। এমনটা ঘটলে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।সূত্র : আল জাজিরা