অনাহারে ইয়েমেনের ৫ লাখ ৪০ হাজার শিশু

অনাহারে ইয়েমেনের ৫ লাখ ৪০ হাজার শিশু

ইয়েমেনে ৫ বছরের নিচের ৫ লাখ ৪০ হাজার শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘের এজেন্সি ইউনিসেফ জানিয়েছে, প্রতি ১০ মিনিটে দেশটিতে একটি শিশুর মৃত্যু হচ্ছে, যাদেরকে বাঁচানো সম্ভব ছিল। কিন্তু যথেষ্ট ফান্ড না থাকায় ইউনিসেফের পক্ষে শিশুদের পর্যাপ্ত সহায়তা করা সম্ভব হচ্ছে না। ইয়েমেনের শিশুদের জন্য তহবিল বৃদ্ধির আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়, ইয়েমেনে মোট এক কোটি ১০ লাখ শিশুর এখন মানবিক সহায়তা প্রয়োজন। এই বছর সহায়তা অব্যাহত রাখতে সংস্থাটির ৪৮৪ মিলিয়ন ডলার প্রয়োজন। জাতিসংঘের সকল সংস্থার এ বছরের টার্গেট ৪.৩ বিলিয়ন ডলার। অথচ এরমধ্যে নিশ্চিত হয়েছে মাত্র ১.২ বিলিয়ন ডলার। ২০২২ সাল থেকেই ইউনিসেফ তহবিল সংকটে ভুগছে। ২০২৩ সালে এসেও তার সমাধান হয়নি।

সংস্থাটি এখন বলছে, যদি তারা যথেষ্ট তহবিল না পায় তাহলে তাদের কার্যক্রম সীমিত করে আনতে বাধ্য হবেন তারা।
২০১৪ সালে ইয়েমেন যুদ্ধ শুরু হয়। এসময় ইরানপন্থী হুতি যোদ্ধারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। তখন আরব দেশগুলো সামরিক জোট তৈরি করে ইয়েমেনে সেনা পাঠানো শুরু করে। এরপর থেকে টানা যুদ্ধ চলছে হুতি ও আরব জোটের মধ্যে। গত বছর থেকে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেলেও উভয় পক্ষই শান্ত আছে। এই যুদ্ধে ১১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।