'নতুন ধরনের' ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

'নতুন ধরনের' ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার 'নতুন ধরনের' ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র' নিক্ষেপ করেছে। এটি কোরিয়া উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী পানিতে পড়ায় টোকিও 'কড়া প্রতিবাদ' জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার স্থানীয় সময় ৭:২৩-এ উত্তরের রাজধানী পিয়ংইয়ংয়ের কাছ থেকে নিক্ষেপ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি মধ্যম বা এর একটি দীর্ঘ পাল্লার।

দক্ষিণ কোরিয়ার ওয়াটিএন সংবাদ সংস্থা এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সম্প্রতি সামরিক প্যারেডে নতুন যে অস্ত্রটি প্রদর্শিত হয়েছে, পরীক্ষামূলক উৎক্ষেপণে সেটি সম্পৃক্ত থাকতে পারে। এতে আরো বলা হয়, প্রজেক্টাইলটি সলিড-ফুয়েলের ক্ষেপণাস্ত্র হওয়ার সম্ভাবনাও বাতিল করা হচ্ছে না। সলিড ফুয়েল প্রযুক্ত রকেটকে পরিবহনের কাজকে সহজ করে এবং লিকুইড-ফুয়েল চালিত রকেটের চেয়ে দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব।

এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, জাপান এই পরীক্ষার 'কড়া প্রতিবাদ' জানিয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রটি হোকাইডো দ্বীপে আঘাত হানতে পারে- এমন আশঙ্কায় সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজও শুরু হয়েছিল।সূত্র : আল জাজিরা