বিমান শক্তিতে ইসরাইলের চেয়ে এগিয়ে আছে মিসর, সৌদি আরব

বিমান শক্তিতে ইসরাইলের চেয়ে এগিয়ে আছে মিসর, সৌদি আরব

যুদ্ধবিমানের সংখ্যার দিক থেকে মধ্যপ্রাচ্যে শীর্ষস্থানে রয়েছে মিসর। এমনকি ইসরাইলকে অত্যন্ত শক্তিশালী মনে করা হলেও তাদের চেয়ে বেশি যুদ্ধবিমান রয়েছে সৌদি আরবে। ইন্টারন্যাশনাল ফায়ারপাওয়ার ওয়েবসাইটের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

সাইটটির ২০২৩ সালের র‌্যাংকিং অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের শীর্ষ ১০ বিমান-শক্তির দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে মিসর। তাদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের ১,০৬৯টি যুদ্ধবিমান। এরপর রয়েছে তুরস্ক। তাদের হাতে রয়েছে ১,০৬৫টি যুদ্ধবিমান। ৮৯৭টি যুদ্ধবিমান নিয়ে সৌদি আরব রয়েছে তৃতীয় স্থানে।

মধ্যপ্রাচ্যের বিমান-শক্তিতে ইসরাইলের অবস্থান চতুর্থ। তাদের হাতে যুদ্ধবিমান রয়েছে ৬০১টি। সংযুক্ত আরব আমিরাতের হাতে আছে ৫৬৫টি, আলজেরিয়া ষষ্ট স্থানে আছে ৫৪৭টি এবং ইরান ৫৪১টি যুদ্ধবিমান নিয়ে সপ্তম স্থানে আছে।

সিরিয়া ৪৫৩টি বিমান নিয়ে আছে অষ্টম স্থানে। ইরাক নবম স্থানে রয়েছে ৩৬১টি যুদ্ধবিমান নিয়ে। আর দশম স্থানে আছে জর্ডান। তাদের হাতে যুদ্ধবিমানের সংখ্যা ২৫৬টি।

সাইটটি কয়েক দিন আগে মধ্যপ্রাচ্য অঞ্চলের নৌশক্তির হিসাব প্রকাশ করেছিল। এই তালিকা অনুযায়ী মিসরীয় নৌবাহিনী এই অঞ্চলের শীর্ষে রয়েছে। এরপর রয়েছে তুরস্ক, কুয়েত।

পরিসংখ্যান অনুযায়ী, মিসরের নৌবহরে আছে ২৪৫টি নৌ ইউনিট, দুটি হেলিকপ্টার ক্যারিয়ার, ১৩টি ফ্রিগেট, সাতটি কোরভেট, আটটি সাবমেরিন, ৪৮টি টহল যান, ২৩টি নৌমাইন সুইপার।

তুরস্ক ১৪৫টি নৌযান নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তাদের আছে ১৬টি ফ্রিগেট, ৯টি কোরভেট, ১২টি সাবমেরিন, ৩৪টি টহলযান, ১১টি নৌ মাইনসুইপার।

কুয়েত মধ্যপ্রাচ্যে তৃতীয় স্থানে রয়েছে। তাদের আছে ১২৩টি নৌযান। এগুলোর মধ্যে ১০৬টি টহল যান রয়েছে। সূত্র : মিডল ইস্ট মনিটর