যুক্তরাষ্ট্রে দুটি বাড়িতে গুলিবিদ্ধ ৭ জনের মরদেহ উদ্ধার, পালিয়েছে সন্দেহভাজন

যুক্তরাষ্ট্রে দুটি বাড়িতে গুলিবিদ্ধ ৭ জনের মরদেহ উদ্ধার, পালিয়েছে সন্দেহভাজন

যুক্তরাষ্ট্রে পৃথক দুটি বাড়ি থেকে গুলিবিদ্ধ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ইলিনয় অঙ্গরাজ্য থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরই সন্দেহভাজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি

মার্কিন পুলিশ বলছে, ইলিনয়েতে দুটি বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় সাতজনকে পাওয়া গেছে। সবাই ঘটনাস্থলে নিহত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ এখন ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে।

জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন, যাদের স্থানীয় সময় সোমবার বিকেলে রাস্তার দুইপাশের দুটি বাড়িতে পাওয়া গেছে।

পুলিশের তদন্তকারীরা বলেছেন, সন্দেহভাজন একটি লাল টয়োটা ক্যামরি চালাচ্ছেন বলে বিশ্বাস করা হচ্ছে। এছাড়া শিকাগো থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে হওয়া এই হামলার বিষয়ে কারো কোনো তথ্য জানা থাকলে তাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তদন্তকারীরা।

জোলিয়েট পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘তদন্ত চলছে এবং এরই অংশ হিসেবে আমরা আমাদের এলাকার আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে কাজ করছি।’

নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। কী কারণে এ হামলা চালানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।