আপনার জিজ্ঞাসা

উট পাখির ডিম ও গোসত খাওয়া কি হালাল?

উট পাখির ডিম ও গোসত খাওয়া কি হালাল?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২২১৮তম পর্বে উট পাখির ডিম ও গোসত খাওয়া কি হালাল? সে বিষয়ে ধানমণ্ডি ঢাকা থেকে ই-মেইলে জানতে চেয়েছেনে আহসানুল ইসলাম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন: উট পাখির ডিম ও গোস্ত খাওয়া কি হালাল?

উত্তর: জ্বি, উট পাখির ডিম খাওয়া ও গোসত খাওয়া হালাল। দুইটাই হালাল। যেগুলো পাখি জগতে আছে সেগুলো হালাল। উটপাখি একটা পাখি, বড় হোক আর ছোট হোক। তাই এটি খাওয়া হালাল।

এমআই