ঐক্যফ্রন্ট নির্বাচনে আসায় সরকার অনিশ্চয়তায় পড়েছে: ড. কামাল

ঐক্যফ্রন্ট নির্বাচনে আসায় সরকার অনিশ্চয়তায় পড়েছে: ড. কামাল

ঢাকা, ৫ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, আমরা নির্বাচনে অংশ নেয়ায় সরকার একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

তিনি বলেন, সরকার মনে করেছিল এবারো ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন একটি নির্বাচন দিয়ে ক্ষমতায় থেকে যাবে। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসার কারণে তারা (সরকার) এখন দুশ্চিন্তায় পড়েছে।

বুধবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকেদের এসব কথা বলেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। জনগণকে সেই ভোট পাহারা দিতে হবে। কারণ, বর্তমানে দেশের মালিকানা মালিকদের (জনগণ) হাতে নেই। তাই দেশের মালিকানা পুররুদ্ধার করতে জনগণকেই মাঠে থাকতে হবে।

নির্বাচনের দিন বা তার আগে পরিস্থিতি মোকাবেলায় জনগণকে আরো সক্রিয় থাকতে হবে। সরকারের পক্ষ থেকে কোনো অপচেষ্টা চালানো হলে তা মোকাবেলা করতে হবে। তিনি বলেন, জনগণ সক্রিয় থাকলে ৩০ ডিসেম্বর একটি ঐতিহাসিক ঘটনা ঘটবে।

ড. কামাল হোসেন বলেন, দেশের নিয়ন্ত্রণ মালিকদের হাতে নেই। তা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, এখন যে সংসদের কথা বলা হচ্ছে তা অনির্বাচিত। স্বঘোষিত সংসদ। এটাকে কোনো নির্বাচিত সংসদ বলা যায় না।

(জাস্ট নিউজ/একে/১৭৪৭ঘ.)