ঢাকা ও খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ঢাকা ও খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা ও খুলনায় নারীসহ দুইজন মারা গেছেন। রবিবার সকালে তারা মারা যান।

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাসিমা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৯ টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসিমার বাড়ি কুমিল্লার মোরাদনগরে ডামঘর এলাকায়। তিনি রাজধানী মিরপুরের শেওড়া পাড়ায় এলাকায় থাকতেন। তার স্বামী জাহাঙ্গীর আলম সৌদি প্রবাসী।

নাসিমার বড় ভাই মুসলেহ উদ্দিন জানান, গত চারদিন ধরে নাসিমার জ্বর ছিল। পরে শনিবার রাজধানীর শেরে বাংলা নগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। ভোরে নাসিমাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার বেলা সাড়ে ১১টায় আশিকুজ্জামান (৩৭) নামে এক ডেঙ্গুরোগী মারা গেছেন। এ নিয়ে খুলনায় ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।

হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ভোর সাড়ে ৫টায় আশিকুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায়।

জানা যায়, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১,০২০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন, এর মধ্যে নতুন রোগী ১৮ জন।

এমজে/