আবরার হত্যা: এজাহারভুক্ত আসামি শামীম বিল্লাহ সাতক্ষীরা থেকে আটক

আবরার হত্যা: এজাহারভুক্ত আসামি শামীম বিল্লাহ সাতক্ষীরা থেকে আটক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরো এক আসামিকে আটক করা হয়েছে। তার নাম শামীম বিল্লাহ।

শুক্রবার বিকালে সাতক্ষীরা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আবরার হত্যার ঘটনায় করা মামলায় শামীম ১৪ নম্বর আসামি। তিনি বুয়েটের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। এ নিয়ে এখন পর্যন্ত ১৮ জন গ্রেফতার হলেন। এর আগে আজ সকালে সিলেট থেকে মামলার এজাহারভুক্ত আরেক আসামি মাজদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে গত রবিবার রাতে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে নিয়ে বেধড়ক পেটান বুয়েট শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাকে ক্রিকেটের স্ট্যাম্প ও লাঠিসোটা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড মারধর করা হয়। নির্মম পিটুনিতে আবরার মারা যান। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে গত সোমবার সন্ধ্যার পর চকবাজার থানায় হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ।

এমআই